সেলফি-রাজনীতি, উন্নয়ন ও আলু-পেঁয়াজের দাম

প্রথম আলো ড. আমিনুল ইসলাম প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩২

গত কয়েক দিনে দেশের গণমাধ্যমগুলোয় বেশ কিছু বিষয় আলোচিত হয়েছে। নির্বাচন যত সামনে এগিয়ে আসছে, সরকার চেষ্টা করছে হাতে থাকা প্রকল্পগুলো দ্রুত শেষ করে জনগণের কাছে তাদের সাফল্য তুলে ধরতে। এটি মোটেই অস্বাভাবিক কোনো বিষয় নয়। যেকোনো রাজনৈতিক দলই চাইবে সরকারে থাকা অবস্থায় তাদের সাফল্য তুলে ধরতে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটা অংশ খুলে দেওয়া হয়েছে। ১০ মিনিট শব্দটা এর পর থেকে বেশ আলোচিত হচ্ছে। বলা হচ্ছে, ১০ মিনিটেই বিমানবন্দর থেকে ফার্মগেট চলে যাওয়া যাচ্ছে।


এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার পরপরই আলোচিত হয়েছে পদ্মা নদীর ওপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচলের বিষয়টি। ভিডিওতে দেখা গেছে, পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে, সরকার চাইছে, তাদের উন্নয়ন প্রকল্পগুলোর সাফল্য নির্বাচনের আগে তুলে ধরতে। স্বাভাবিকভাবে এমনটাই আসলে হওয়ার কথা। যেকোনো সরকারই চাইবে সরকারে থাকা অবস্থায় তারা কোন কোন জায়গায় সফল হতে পেরেছে, সেগুলো যেমন তুলে ধরতে, তেমনি ভবিষ্যতে তারা কী কী করতে চায়, তার একটা রোডম্যাপও হয়তো তুলে ধরার ব্যাপার আছে। এখন প্রশ্ন হচ্ছে, দেশের সাধারণ মানুষের কাছে এই সাফল্যগুলো কি সত্যিই সাফল্য হিসেবে ধরা দিচ্ছে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও