তর্কপ্রিয় বাঙালি এবং ড. ইউনূসকে নিয়ে কিছু প্রশ্ন

www.ajkerpatrika.com মোনায়েম সরকার প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২

বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে আবার আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তিনি নিজেও সম্ভবত এভাবে বিতর্কে থাকতে পছন্দ করেন। তিনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তবে আমি মনে করি, তিনি চট্টগ্রামের সওদাগর বা ব্যবসায়ী পিতার সন্তান হিসেবে চূড়ান্ত সাফল্য দেখিয়েছেন ‘দারিদ্র্য-বাণিজ্যে’।


তিনি দেশের গরিব মানুষদের নিয়ে কাজ করে, অর্থাৎ ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্যবিমোচনের লক্ষ্যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে খ্যাতি অর্জন করলেও এখন আর গরিবদের নিয়ে খুব একটা মাথা ঘামান বলে মনে হয় না। তিনি এখন যেমন বিভিন্ন দেশের রাজা-রানি, সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধান, ফার্স্ট লেডির সঙ্গ পছন্দ করেন, তেমনি পছন্দ করেন ধনসম্পদ, প্রাচুর্য। তাঁর আন্তর্জাতিক যোগাযোগ ভালো। কেউ কেউ বলেছেন, আন্তর্জাতিক এলিটদের সঙ্গে তাঁর ওঠাবসা বেশি। মানুষকে চেনা যায় তাঁর সঙ্গ ও সঙ্গীদের দিয়ে। ড. ইউনূসের সঙ্গে বাংলাদেশের কোন পর্যায়ের কতজন মানুষের যোগাযোগ আছে? চট্টগ্রামের হাটহাজারীর যে জোবরা গ্রাম থেকে তাঁর উত্থানযাত্রা, সেই গ্রামের সঙ্গেও কি তাঁর আর কোনো যোগাযোগ আছে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও