‘কানাডায় পোশাক শিল্পের শুল্ক সুবিধা’ ও একটি পর্যালোচনা
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নের প্রধান উৎস শিল্পায়ন। বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হলো পোশাক শিল্প। রপ্তানি আয়, জিডিপিতে অবদান, কর্মসংস্থান ইত্যাদির দিক থেকে পোশাক শিল্পকে বাংলাদেশের বৃহত্তম শিল্প বলা যেতে পারে, বৈশ্বিক বাজারে যার অবস্থান দ্বিতীয় বৃহত্তম।
বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক কাঠামোর মৌলিক ভিত্তি শক্তিশালী করার জন্য তৈরি পোশাক শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পোশাক শিল্প দেশের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এটি বেকারত্ব সমস্যার সমাধানে উল্লেখযোগ্য অবদান রাখছে। দেশের দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে এই শিল্পের অবদান অনস্বীকার্য। এছাড়াও বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে আমাদের অর্থনীতি শক্তিশালী হচ্ছে।