![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/mahabub-20230903092412.jpg)
সবচেয়ে অরাজনৈতিক হচ্ছে কৃষক
কে না জানে চাষীরা রাজনীতি করে না। তারা সংঘবদ্ধ নয়, তারা গোষ্ঠীবদ্ধ নয় বলেই তারা তাদের নিত্যদিনের প্রয়োজনের কথা বলতে পারে না। সরকারের রাজনৈতিক ও উন্নয়নের চোখ এবং কান তাদের নিত্যদিনের প্রয়োজনের ব্যাপারে ব্যাপকভাবে তৎপর নয়।
আজ আর রাজনীতি নিয়ে নয়, কথা বলতে চাইছি রাজনীতির বাইরের (তারা কি বাইরের) কৃষকদের নিয়ে। তারা নীরবে কাজ করে যাচ্ছেন বলেই আমরা গ্রাসাচ্ছাদন করতে পারছি। সেটা রাজনীতিকরা/সরকার মানুন বা না মানুন, তাতে আমাদের কিছু আসে যায় না্, তবে একটা তথ্য আমাকে যেমন চমকে দিয়েছে, তেমনি আপনাদেরও চমকে দেবে, আমার বিশ্বাস।