বেটা সংস্করণ থেকেই উন্মুক্ত হলো টিকটকের ‘ইফেক্ট হাউস’

প্রথম আলো প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫০

টিকটকের প্রতিস্থাপিত বাস্তবতা বা অগমেন্টেড রিয়েলিটিভিত্তিক (এআর) প্ল্যাটফর্ম ‘ইফেক্ট হাউস’ আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক সংস্করণ থেকেই সবার জন্য উন্মুক্ত হয়েছে। নির্মাতারা এখন ইফেক্ট হাউস ৩.০ নামাতে (ডাউনলোড) পারবেন এবং ডিসকর্ডে টিকটকের ইফেক্ট হাউস কমিউনিটিতে যুক্ত হতে পারবেন। ডিসকর্ডের এই কমিউনিটিতে টিকটকের ইফেক্ট হাউস সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া যাবে এবং অন্য ইফেক্ট নির্মাতাদের সঙ্গে যুক্ত হওয়া যাবে।


টিকটকের ইফেক্ট হাউস প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ভিডিওতে এআর আবহ বা ইফেক্ট যোগ করতে পারেন। গত বছর এই ইফেক্ট হাউস চালু হয়। এর পর থেকে ২ হাজার ১০০ কোটি ভিডিওতে ইফেক্ট হাউসের এআর ইফেক্ট যোগ করা হয়েছে। সারা বিশ্বে এ ভিডিওগুলো ৮ দশমিক ৬ ট্রিলিয়নবার (১ লাখ কোটি ‍= ১ ট্রিলিয়ন) দেখা হয়েছে। এ ছাড়া গত বছর চালুর পর থেকে ডিসকর্ডে ইফেক্ট হাউসের কমিউনিটিতে চার লাখ সদস্য যুক্ত হয়েছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও