পানথুমাই ঝরনার সৌন্দর্য
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩, ১৬:৪৩
                        
                    
                বাংলাদেশের সুন্দর গ্রামগুলোর মধ্যে একটি পানথুমাই। গ্রামের নামেই ঝরনার নামকরণ। ঝরনার জলধারা বয়ে যায় পিয়াইন নদের শাখা পিয়াইন খালে। সিলেট থেকে ৫০ কিলোমিটার দূরত্বে অপরূপ এই ঝরনা দেখতে যান পর্যটকেরা। সম্প্রতি ছবি তুলেছেন আনিস মাহমুদ।
 \
\
গ্রামের মূল সড়কের খালের ওপর নির্মিত কাঠের সেতু পেরোলেই ঝরনার দেখা মেলে।
- ট্যাগ:
- লাইফ
- ভ্রমণ
- ঝর্ণা
- পাহাড়ি ঝর্ণা
 
                    
                 
                    
                