রাশিয়াকে উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
যুদ্ধের মধ্যে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া, এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের। এ নিয়ে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছে হোয়াইট হাউস। মস্কোকে অস্ত্র সরবরাহ নিয়ে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের পুরোনো উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি গতকাল বুধবার বলেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে অস্ত্র সরবরাহের চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।
এ সময় জন কিরবি আরও বলেন, ‘রাশিয়ার সঙ্গে অস্ত্র সরবরাহের আলোচনা বন্ধ করতে এবং রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ বা বিক্রি না করতে ডিপিআরকের (উত্তর কোরিয়া) আহ্বান জানাচ্ছি।’