সাফাত-শিখার ৬৪ জেলা ভ্রমণ: ‘শঙ্কায় ছিলাম শেষ করতে পারব কি না’
বাংলাদেশের ২ তরুণ প্রাণ সাখাওয়াত হোসেন সাফাত ও জান্নাতুল ইসলাম শিখা গাঁটছড়া বাঁধেন ২০১৭ সালের ২৮ জুলাই। বিয়ের পর নিজেরা ঘোরাঘুরি করার সময় থেকেই তাদের এক দীর্ঘযাত্রা শুরু হয়েছিল। যাত্রাটি ছিল ৬৪ জেলার মানচিত্রে পুরো বাংলাদেশে।
এই অভিযান শেষ নয়, 'সম্পূর্ণ' হয় চলতি বছরের ১৮ আগস্ট। এইমাত্র কদিন আগে। সামাজিক মাধ্যমে গুছিয়ে রাখা অ্যালবাম থেকেই সবাই জানতে পারে তাদের এই মনোমুগ্ধকর যাত্রা সম্পর্কে।
সাফাত আলোকচিত্রী আর শিখা লেখালেখির জগতের মানুষ। এই ২ সৃজনশীল সত্তার ভালোলাগা এসে মিলেছে এক বিন্দুতে। সেটি হচ্ছে ভ্রমণ। সেখান থেকেই তাদের ইচ্ছে ছিল এই যৌথ ভালোলাগাকে কাজে লাগিয়ে নিজেদের ভ্রমণের স্মৃতি ধরে রাখা। কয়েকটি জেলা ভ্রমণের পরেই যেন নেশা জমে গেল, সবগুলো জেলাই ঘুরতে হবে। সাফাত আলোকচিত্রী বলেই বিশেষ কিছু ছবি তুলে সময়টাকে ফ্রেমে বন্দী করে রাখার ইচ্ছেও হলো। এসব ভেবেই শুরু।
- ট্যাগ:
- লাইফ
- ভ্রমণ
- ভ্রমণে সঙ্গী
- ভ্রমণে বন্ধু