আটা, ময়দা মেখে রাখলেই কালো হয়ে যায়

দেশ রূপান্তর প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩, ১৭:৩৬

সকালের নাশতায় বা রাতের খাবারে অনেকেই রুটি খান। কিন্তু আটা মাখার ঝামেলার কারণে অনেকেই একসঙ্গে অনেকটা আটা মেখে রেখে দেন। তার পর সেখান থেকে পরিমাণমতো নিয়ে রুটি তৈরি করেন। কিন্তু সমস্যা হলো, আটা মেখে কয়েক দিন রেখে দিলে আবার কালো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। নিচের উপায়গুলো মেনে চললে অনেক দিন পর্যন্ত আটা থাকবে টাটকা।


আটা মাখতে বেশি পানি ব্যবহার করবেন না। বেশ কিছু দিনের জন্য অনেকটা আটা বা ময়দা মেখে রাখতে চাইলে সবসময় শুকনো করে মাখার চেষ্টা করুন। আটা মাখার সময় যেন বেশি পানি না পড়ে। কারণ পানির ভাগ বেশি হলে তা দ্রুত কালো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।


অল্প তেল কিংবা ঘি দিয়ে তবেই আটা বা ময়দা মাখুন। এতে আটার তাল মসৃণ থাকে এবং অনেক দিন রাখলেও কালো হয় না। এ ছাড়া, যে কৌটাতে আটা রাখবেন, তার গায়ে অল্প সাদা তেল মাখিয়ে নিন। এতে অনেক দিন রেখে দিলেও ভালো থাকবে আটা বা ময়দা মাখা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও