ব্রিকস কি নতুন বিশ্বব্যবস্থা তৈরি করতে পারবে?

www.tbsnews.net প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩, ২৩:০৪

দেশগুলো বিশ্ব অর্থনীতিতে শীর্ষস্থানীয়, জনসংখ্যা বেশি এবং আধিপত্য বিস্তারেও উচ্চাকাঙ্ক্ষী। তাই চীন, রাশিয়া, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত জোট ব্রিকসের মঙ্গলবার (২২ আগস্ট) শুরু হওয়া তিন দিনব্যাপী শীর্ষ সম্মেলনে নজর রাখছে পুরো বিশ্ব। 


দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আয়োজিত সম্মেলনে অবশ্য সশরীরে উপস্থিত থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। আর দক্ষিণ আফ্রিকা আইসিসির সদস্যভুক্ত দেশ। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় তাকে গ্রেপ্তার করতে হবে। যদিও চাইলে তা এড়ানো সম্ভব, তারপরও আদালতের প্রতি সম্মান প্রদর্শন ও জটিলতা এড়াতে ভার্চ্যুয়ালি সম্মেলনে যুক্ত হবেন পুতিন। 


এদিকে ইউক্রেন যুদ্ধ ও চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই সম্মেলন শুরু হচ্ছে। তাই ব্রিকস জোটের এই মিলনমেলার পুরোভাগে হয়তো থাকবে দীর্ঘদিন আধিপত্য বিস্তার করে চলা ওয়াশিংটন কেন্দ্রীক বিশ্বব্যবস্থা খর্ব করার কৌশল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও