
শুল্কের ছোবলে টালমাটাল বিশ্ব, জয়ী হতে পারবেন ট্রাম্প?
গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন, এক দৃষ্টিতে দেখলে মনে হয়, তাতে তিনি জয়ী হতে যাচ্ছেন। তিনি বড় বড় বাণিজ্য অংশীদারদের নিজের ইচ্ছার কাছে নত হতে বাধ্য করছেন। প্রায় সব ধরনের আমদানির ওপর দ্বিগুণ অঙ্কের শুল্ক চাপিয়ে দিয়েছেন। বাণিজ্য ঘাটতি কমিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কোষাগারে প্রতি মাসে কয়েক বিলিয়ন ডলার অত্যন্ত প্রয়োজনীয় নগদ অর্থ জমা করছেন।
তবে তার পদক্ষেপে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদাররা বিনিয়োগ ও পণ্য কেনার প্রতিশ্রুতি কতটা রাখবে, এই শুল্ক মূল্যস্ফীতি বাড়াবে কি না কিংবা চাহিদা ও প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত ও আদালত এসব হঠাৎ আরোপিত শুল্ককে বৈধতা দেবে কি না; এমন বেশ কিছু বড় ধরনের প্রতিবন্ধকতা এখনও রয়ে গেছে।
হোয়াইট হাউসে অভিষেকের দিনে যুক্তরাষ্ট্রের কার্যকর শুল্ক হার ছিল প্রায় আড়াই শতাংশ। বিভিন্ন অনুমান অনুযায়ী, বর্তমানে তা বেড়ে ১৭ থেকে ১৯ শতাংশের মাঝে দাঁড়িয়েছে। আটলান্টিক পরিষদ বলছে, বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া অতিরিক্ত শুল্কের কারণে এই হার ২০ শতাংশের কাছাকাছি পৌঁছাবে; যা গত এক শতাব্দিতে সর্বোচ্চ।