
৭০-৮০ আসনে ভোট চুরি হয়েছে, নইলে প্রধানমন্ত্রী হতে পারতেন না মোদি: দাবি রাহুলের
কংগ্রেস নেতা রাহুল গান্ধী দুই দিন আগেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে ‘অ্যাটম বোমা’ ফাটানোর কথা বলেছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে কংগ্রেস সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে সেই ‘বোমা’ ফাটিয়ে তিনি বললেন, বিজেপিকে জেতানোর জন্য নির্বাচন কমিশন (ইসি) তাদের সঙ্গে হাত মিলিয়েছে। দেদার ভোট চুরি করে চলেছে।
মহারাষ্ট্র ও কর্ণাটকের ভোট দৃষ্টান্ত তুলে ধরে রাহুল বলেন, ইসি যদি ভোট চুরি না করত, ২০২৪ সালের নির্বাচনের পর নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে পারতেন না। ৭০-৮০ আসনে ভোট চুরি হয়েছে। ১০-১৫টি আসনেও যদি ভোট চুরি না হতো, তাহলে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে পারতেন না।
দুই দিন আগে রাহুল যে অভিযোগ মৌখিকভাবে করেছিলেন, আজ বৃহস্পতিবার তা অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের মধ্য দিয়ে ‘তথ্যসহকারে’ তিনি দেখিয়ে দিলেন। তিনি দাবি করলেন, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় বিধানসভা ভোটের সময় থেকেই তাঁদের সন্দেহ হয়েছিল। কর্ণাটক ও মহারাষ্ট্রের ভোটের সময় তা দৃঢ় হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভোট চুরি
- রাহুল গান্ধী