গাজায় ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৬১১৫৮, অনাহারে মৃত্যু ১৯৩ জনের

www.ajkerpatrika.com গাজা প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৫, ০৯:৩৫

গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে এখন পর্যন্ত ৬১ হাজার ১৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ চলাকালে আহত হয়েছেন আরও এক লাখ ৫১ হাজার ৪৪২ জন। খবর আনাদোলুর।


গতকাল বুধবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে ১৩৮টি মরদেহ আনা হয়েছে। আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও ৭৭১ জন। মানবিক বিপর্যয়ের মুখে থাকা এই উপত্যকায় প্রতিদিনই বাড়ছে লাশের মিছিল।


খাদ্য সংকট ও চিকিৎসাসেবার ঘাটতির কারণে গাজায় দিন দিন বাড়ছে অনাহারে মৃত্যুর ঘটনা। মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে ১৯৩ জন ফিলিস্তিনির। এদের মধ্যে ৯৬ জনই শিশু। শুধু গত এক দিনেই অনাহারে মারা গেছেন আরও ৫ জন।


অবরুদ্ধ এই ভূখণ্ডে সহায়তা নিতে গিয়েও প্রাণ হারাতে হচ্ছে ফিলিস্তিনিদের। গত ২৪ ঘণ্টায় ত্রাণ সংগ্রহের চেষ্টা করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় মারা গেছেন ৮৭ জন, আহত হয়েছেন অন্তত ৫৭০ জন। মে মাসের শেষ সপ্তাহ থেকে এ পর্যন্ত সাহায্য নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬৫৫ জন এবং আহত হয়েছেন ১১ হাজার ৮০০ জনের বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও