এবার এক্স থেকে ব্লক ব্যবস্থাই তুলে দিচ্ছেন মাস্ক
এবার এক্স কিংবা সাবেক টুইটার নিয়ে আরও একটি বিতর্কিত সিদ্ধান্ত নিলেন ইলন মাস্ক, গত বছর কেনা তার এই প্লাটফর্মটি থেকে কোনো অ্যাকাউন্ট ব্লক করার ফিচার বাতিলের ঘোষণা দেন তিনি।
“ফিচার হিসাবে ব্লক আর থাকবে না, তবে ডিএম (ডাইরেক্ট মেসেজিং)-য়ে তা আগের মতোই থাকবে।” একটি এক্স পোস্টে বলেন মাস্ক। তবে এক্স-এ আগের মতোই মিউট করার সুবিধা থাকবে, বলেন তিনি।
প্ল্যাটফর্মটির বিলিওনেয়ার এই মালিক নিজেকে মত প্রকাশের চূড়ান্ত সমর্থক বলে দাবি করলেও কিছু সমালোচক বলেছেন তার কর্মকাণ্ড ‘দায়িত্বজ্ঞানহীন’। মাস্কের হাতে যাওয়ার পর থেকে প্ল্যাটফর্মটিতে ঘৃণামূলক বক্তব্য এবং ইহুদি বিদ্বেষ বেড়ে গেছে এবং কোম্পানিটির কন্টেন্ট মডারেশন অপর্যাপ্ত বলে অভিযোগ করেছে বিভিন্ন দেশের সরকার।
এক্স থেকে ব্লক ফিচার উঠিয়ে দেওয়া বা সীমিত করার সিদ্ধান্ত অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগলের প্লে স্টোরের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে, বলেছে রয়টার্স।