ইউক্রেনের জন্য যুদ্ধের ‘গেম চেঞ্জার’ হতে যাচ্ছে নিপার নদীর ঘাঁটি

প্রথম আলো ভেরোনিকা পনিস্কজাকোভা প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩, ০৭:০১

জানা যাচ্ছে যে ইউক্রেনীয় সেনারা নিপার নদী অতিক্রম করেছেন এবং পূর্ব তীরে একটি ঘাঁটি স্থাপন করতে সক্ষম হয়েছেন। এটি ইউক্রেনীয় বাহিনীর চলমান গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণ অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। তবে কতজন সেনা নিপার নদী পার হয়েছেন আর সেনাঘাঁটিতে কতজন অবস্থান করছেন, সেটা এখন পর্যন্ত পরিষ্কার করে জানা যায়নি।


ইউক্রেনের গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণ নিয়ে অনেক বেশি প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু এর আগে শরৎকালীন পাল্টা আক্রমণের মতো সফলতা এতে দেখা যায়নি। এই বিবেচনায় নিপার নদী পেরিয়ে ঘাঁটি স্থাপন করতে পারা নিঃসন্দেহে ইউক্রেনীয় বাহিনীর বড় অর্জন। রাশিয়ার বিরুদ্ধে অভিযানে তারা যে সাফল্য পাচ্ছে, কিয়েভের ওপর সেটা প্রমাণ করার চাপ রয়েছে। কেননা, পশ্চিমা বিশ্বের কাছ থেকেই তারা বেশির ভাগ অস্ত্র পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও