বানের জলে ভাসল ৭০০ কোটি টাকার ফসল
চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রায় ৭০০ কোটি টাকার ফসলের ক্ষতি হওয়ার কথা জানাচ্ছেন কৃষি কর্মকর্তারা।
তার মধ্যে সবচেয়ে বেশি ৩১০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বান্দরবানে, আর সবচেয়ে কম ১১ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে খাগড়াছড়িতে। ক্ষতির হিসাবে চট্টগ্রামের অবস্থান দ্বিতীয়, যার আর্থিকমূল্য ১৮৪ কোটি টাকারও বেশি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের হিসাব অনুযায়ী, এ মাসের শুরুতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় তাদের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী ও লক্ষীপুরের ৫০ হাজার ৪০৪ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৭ হাজার ৭৪৫ দশমিক ৩ হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়েছে।