২২ বছর পর আবার এলো ‘আলো’

প্রথম আলো প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩, ০৭:০১

২০০০ সালে প্রকাশিত ওয়ারফেজের ‘আলো’ অ্যালবামের শিরোনাম সংগীত ‘আলো’ ভক্তদের মধ্যে সাড়া ফেলেছিল। ২৩ বছর পর গানটি আবার রেকর্ড করেছে ওয়ারফেজ, এটি ব্যান্ডের নতুন অ্যালবাম পথচলা ২-এর দ্বিতীয় গান হিসেবে গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে।


২০০৯ সালে প্রকাশিত পথচলা অ্যালবামের সিকুয়েল ‘পথচলা ২’; অ্যালবামের প্রথম গান ‘হারিয়ে তোমাকে’ মুক্তি পায় গত ৩০ জুন। এটিও পুরোনো গান, মহারাজ অ্যালবামের গানটি ২০ বছর পর আবার রেকর্ড করা হয়েছে। গানগুলো লয় রেকর্ডসের ব্যানারে প্রকাশ করা হচ্ছে।


ওয়ারফেজের দলনেতা শেখ মনিরুল আলম টিপু গত রোববার বিকেলে প্রথম আলোকে জানান, পথচলা ২ অ্যালবামে ১০ থেকে ১২টি গান থাকবে। এর মধ্যে বেশির ভাগ পুরোনো গান নতুন করে রেকর্ড করা হবে, একটি নতুন গান থাকতে পারে। প্রতি মাসে একটি গান মুক্তি দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও