You have reached your daily news limit

Please log in to continue


আদৌ কি নিরাপদ

১৫ আগস্ট দেশের ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকিতে আতঙ্ক ছড়িয়েছে। সাইবার হামলায় রাষ্ট্রীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) হামলার শিকার হতে পারে বলে সতর্ক করেছে সরকারি নিরাপত্তা সংস্থা।

বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-জিওভি সিআইআরটি) সতর্কতা জারি করেছে। ধর্মভিত্তিক আন্ডারগ্রাউন্ড হ্যাকার গ্রুপ হামলার হুমকি দিয়েছে বলে রেসপন্স টিম সূত্রে জানা গেছে। সম্ভাব্য প্রতিষ্ঠানকে ছোট বা মাঝারি ধরনের সাইবার হামলা প্রতিহত করতে আগাম প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়।

বিজিডি ই-জিওভি সিআইআরটির প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় সতর্ক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১ আগস্ট একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের ব্যাংক, পেমেন্ট গেটওয়ে ও আইন প্রয়োগকারী সংস্থায় সাইবার হামলার প্রকাশ্য হুমকি দিয়েছে। গত ৩ জুলাই একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের পরিবহন সেবায় হামলার হুমকি দিয়েছিল। বাস্তবে এসব সেবামূলক ওয়েবসাইট হামলার শিকার হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন