
গুগল জেমিনিতে নতুন গল্পের জাদু
গুগল তাদের জনপ্রিয় জেমিনি চ্যাটবটে যুক্ত করেছে এক অভিনব ফিচার — “স্টোরিবুক”। যার মাধ্যমে এখন ব্যবহারকারীরা শুধু একটি ধারণা দিলেই জেমিনি তৈরি করে দেবে চিত্রসহ শিশুদের গল্প।
এই স্টোরিবুক ফিচারে রয়েছে ১০ পাতার কল্পকাহিনি। প্রতিটি পৃষ্ঠায় থাকবে একটি ছোট অনুচ্ছেদ আর সাথেই একটি চিত্র যা কল্পনাকে রঙিন করে তুলবে। গল্পগুলো শুধু পড়া নয়, চাইলে জেমিনি নিজেই পড়ে শোনাবে সেসব কাহিনি।
স্টোরিবুক ফিচারে যা যা থাকছে:
ইলাস্ট্রেটেড বাচ্চাদের গল্প: প্রতিটি গল্পে থাকবে সুন্দর চিত্রায়ন এবং ছোট ছোট অনুচ্ছেদ, যা শিশুরা সহজেই উপভোগ করতে পারবে।
স্টাইল পছন্দ করার সুবিধা: ব্যবহারকারীরা নির্দিষ্ট করে দিতে পারেন তারা কোন স্টাইলে ছবি চান— কমিকস, এনিমে, ক্লেমেশন বা আরও অন্যান্য শিল্পরীতিতে।
ছবি আপলোড করে গল্প বানানো: আপনি যদি আপনার সন্তানের আঁকা একটি ছবি আপলোড করেন, জেমিনি সেটিকে নিয়েও একটি গল্প বানিয়ে দিতে পারে!
দ্য ভার্জ-এর সাংবাদিক এমা রথ ফিচারটি ব্যবহার করে একটি গল্প তৈরি করতে বলেন, যেখানে একটি ক্যাটফিশ নতুন অ্যাকুয়ারিয়ামে বন্ধুত্ব করতে চায়। যদিও গল্পের কনটেন্ট ছিল কিছুটা "সাদামাটা"। তবে চিত্রায়নে ছিল বেশ কিছু ‘এআই-স্টাইলের ভুল’ — যেমন একটি মাছের গায়ে হঠাৎ করে দেখা গেল মানুষের হাত!
আরও কিছু গল্পে দেখা যায় স্প্যাগেটি সসের ছবি দেখে মনে হচ্ছে যেন কোনো কার্টুন অপরাধস্থল। আবার টেলিভিশন দেখার দৃশ্যে টিভিটা দেখানো হয়েছে ভুল দিকে। এমনকি গুগলের নিজস্ব প্রোমো ভিডিওতেও ছিল কিছু বিচিত্র চিত্রায়ন, যেমন একজন নারী রেঞ্চ দিয়ে স্পেসশিপ বানানোর সময় "টাপ টাপ" শব্দ করছে— যেটা কিছুটা বিভ্রান্তিকর!