কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মরা গাং-এ জোয়ার আনিতে হইবে

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ০২:০০

ময়মনসিংহ নগরীর বুক চিরিয়া বহিয়া যাওয়া ২০-৩০ ফুট প্রস্থের চারটি খাল দখল-দূষণের কবলে পড়িয়া দুই থেকে আড়াই ফুট হইয়া গিয়াছে।


শনিবার সমকালে প্রকাশিত খবরটিতে আমরা উদ্বিগ্ন না হইয়া পারিতেছি না। দখলদারমুক্ত করিয়া দৃষ্টিনন্দনের জন্য ২৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করিয়াছে ময়মনসিংহ সিটি করপোরেশন। ইতোমধ্যে সেহড়া খালের ৬ কিলোমিটার দখলমুক্ত হইয়াছে। ইহা নিঃসন্দেহে প্রশংসনীয়। স্থায়ীভাবে নগরীর জলাবদ্ধতা নিরসনে ৩৫ কিলোমিটার খাল দখলমুক্ত করিবার উদ্যোগকে স্বাগত জানাইতেছি। দখলমুক্ত করিতে গিয়া সহস্রাধিক ভবনের অংশবিশেষ ভাঙিতে হইবে। দখলকারীরা যে রাজনৈতিক-সামাজিকভাবে প্রভাবশালী, উহা বুঝিবার জন্য বিশেষজ্ঞ হইবার প্রয়োজন নাই। উদ্ধার অভিযানে নানা চাপ আসাটাই স্বাভাবিক। এইসব উপেক্ষা করিয়া সিটি করপোরেশন কতটা কামিয়াব হইতে পারে তাহা দেখিবার অপেক্ষায় রহিলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও