You have reached your daily news limit

Please log in to continue


যে ৮ কারণে চুলে ব্যবহার করবেন মেহেদি

চুল প্রাকৃতিকভাবে রঙ করতে চাইলে মেহেদির জুড়ি নেই। শুধু কি তাই? চুলের গোড়া শক্ত করার পাশাপাশি ঝলমলে ও সুন্দর চুল চাইলেও মেহেদি আপনাকে সাহায্য করতে পারে। চুলের যত্নে মেহেদি ব্যবহার করার ৮ উপযুক্ত কারণ জানাচ্ছে টাইমস অব ইন্ডিয়া। 

১। রাসায়নিকহীন চুলের রঙ হিসেবে মেহেদির জুড়ি মেলা ভার। চুল গাঢ় লাল, কমলা কিংবা কালো রঙ করতে পারে মেহেদি ব্যবহার করে।

২। চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে মেহেদি। চুল স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাণবন্ত দেখায় নিয়মিত মেহেদি ব্যবহার করলে।

৩। প্রাকৃতিকভাবে চুলে উজ্জ্বলতা আনতে চাইলেও মেহেদি ব্যবহার করতে পারেন চুলের যত্নে।

৪। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে মেহেদির রয়েছে কার্যকারিতা। এটি চুল করে নরম ও সিল্কি। 

৫। খুশকির সমস্যা দূর করতে সহায়তা করে মেহেদি।

৬। মেহেদির কুলিং ইফেক্ট মাথার ত্বক ঠান্ডা রাখে। মাথার ত্বকে চুলকানি থাকলে সেটাও কমাতে সাহায্য করে।

৭। চুল ঘন দেখায় নিয়মিত মেহেদি ব্যবহার করলে।

৮।  চুলের আগা ফাটার সমস্যা রোধ করে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন