ছোটবেলায় মায়ের বা দিদির সালোয়ারের ওড়না দিয়ে লম্বা চুলে খোঁপা করেননি এমন মেয়ে পাওয়াই ভার। লম্বা, ঘন, কালো চুলের শখ অনেকেরই থাকে। বড় চুল হবে এমন আশা করে অনেকেই চুল কাটতে চান না। তবে দৈর্ঘ্যে চুল বড় করার শখ থাকলেই যে তা সহজে করে ফেলা যাবে, এমনটা নয়। তার জন্য চাই উপযুক্ত পরিচর্যা। চুল লম্বা করতে অনেকেই বাজারচলতি প্রসাধনী ব্যবহার করেন। তবে কেশচর্চা নিয়ে নিরন্তর পরীক্ষা-নিরীক্ষা করেন যাঁরা, তাঁদের মতে, এ সব ক্ষেত্রে প্রসাধনীর পিছনে জলের মতো পয়সা খরচ না করে ঘরোয়া টোটকা, ভেষজের উপর ভরসা রাখাই ভাল।
You have reached your daily news limit
Please log in to continue
৫ ভেষজ: চুল পড়া আটকাবে, তাড়াতাড়ি লম্বাও হবে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন