কার্যকরী ডেঙ্গু ভ্যাকসিন যখন সময়ের দাবি
ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই। শুধুমাত্র লক্ষণ অনুযায়ী সাপোর্টিভ চিকিৎসা দেওয়া সম্ভব। তাই মশা নিধনের পাশাপাশি ভ্যাকসিনই হতে পারে ডেঙ্গু প্রতিরোধের জন্য উত্তম কার্যকরী ব্যবস্থা।
ডেঙ্গু ভাইরাসের ৪টি সেরোটাইপ আছে (ডেনভি সেরোটাইপ - ১, ২, ৩ ও ৪) যদিও সম্প্রতি সেরোটাইপ-৫ আবিষ্কৃত হয়েছে। কোনো ব্যক্তি এক ধরনের সেরোটাইপ দিয়ে সংক্রমিত হলে তার শরীরে সেই সেরোটাইপের বিরুদ্ধে আজীবন প্রতিরোধী ক্ষমতা/অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু ভিন্ন সেরোটাইপের বিরুদ্ধে সাময়িক প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়। ফলে পরবর্তীতে ভিন্ন কোনো সেরোটাইপ দিয়ে সংক্রমিত হলে উক্ত ব্যক্তির মারাত্মক জটিলতা দেখা দিতে পারে।
সাধারণত কেউ যদি এক ধরনের সেরোটাইপে আক্রান্ত হওয়ার ১৮-২০ মাসের মধ্যে আরেকটি ভিন্ন সেরোটাইপে আক্রান্ত হয় তাহলে তার সিভিয়ার ডেঙ্গু (ডেঙ্গু শক সিনড্রোম এবং ডেঙ্গু হেমোরেজিক ফিভার) হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
- ট্যাগ:
- মতামত
- ডেঙ্গু জ্বর
- ভ্যাকসিন
- ডেঙ্গু পরিস্থিতি