মাদক মামলায় দুই যুবকের ১০ বছর জেল
নাটোরে মাদক মামলায় দুই যুবকের ১০ বছর জেল দিয়েছেন সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ওই রায় ঘোষণা করেন তিনি। রায়ে পলাতক আসামিদের আরও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেল দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ নামোটিকরী এলাকার খাইরুল ইসলামের ছেলে রিপন আলী (১৯) এবং একই উপজেলার লক্ষিপুর বাসেদপুরের আবু তালেবের ছেলে সোহেল রানা বাবু (১৯)। নাটোর জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০১৯ সালের ২৩ মার্চ মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় বনপাড়া হাইওয়ে থানা পুলিশ। ওই সময় ওই বাসের দুই যাত্রীর কাছে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে ৬০ বোতল করে ১২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। ওই ঘটনায় বনপাড়া হাইওয়ে থানারএএসআই আল মাহমুদ বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ রায় দিলেন আদালত।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দায়রা জজ আদালত
- মাদক মামলা