কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, বন্দরে ৫ জাহাজের পণ্য ওঠা-নামা বন্ধ

আরটিভি মোংলা বন্দর প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩, ১৪:৩৯

সক্রিয় মৌসুমি বায়ু আর ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে মোংলার জনজীবন। এ কারণে মোংলা বন্দরে অবস্থানরত পাঁচটি জাহাজের পণ্য ওঠা-নামার কাজ বন্ধ রয়েছে।


সোমবার (৭ আগস্ট) মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর থেকে জাহাজের পণ্য ওঠা-নামার কাজ বন্ধ রয়েছে। এ ছাড়া শহরের নিম্নাঞ্চলের তলিয়ে গেছে রাস্তাঘাট।


মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ জানান, বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর কারণে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এখনও বহাল রয়েছে। সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থেকে মোংলায় ১২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ তেমন না হলেও বৃষ্টির এ ধারা চলবে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত।


বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানান, বন্দরে অবস্থানরত ৯টি জাহাজের মধ্যে পশুর নদী ও হারবাড়িয়ায় অবস্থানরত ক্লিংকার, জিপসাম, সার ও পাথরসহ পাঁটি জাহাজের পণ্য ওঠা নামার কাজ বন্ধ রয়েছে। দুর্যোগ কেটে গেলে এসব জাহাজে পুনরায় কাজ শুরু হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও