কারাগারে ইমরানের সাক্ষাৎ পাচ্ছেন না আইনজীবীরা

ঢাকা পোষ্ট পাকিস্তান প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ১৮:৫৬

ইসলামাবাদের একটি আদালত তোশাখানা মামলায় দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করার পরপরই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে শনিবার গ্রেফতার করা হয়। এরপর ইসলামাবাদের একটি কারাগারে রাত কাটিয়েছেন তিনি। পরে সেখান থেকে ইসলামাবাদের বাইরের একটি কারাগারে নেওয়া হয়েছে তাকে। কিন্তু দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে কারাগারে সাক্ষাৎ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা।


রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানকে শনিবার লাহোরের পূর্বাঞ্চলের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসলামাবাদের আদালত তাকে রাষ্ট্রীয় উপহারসামগ্রী বিক্রির অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। দোষী সাব্যস্ত করায় ক্রিকেট তারকা থেকে রাজনীতিক বনে যাওয়া সাবেক এই প্রধানমন্ত্রীকে আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য ঘোষণা করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও