ভ্রমণ বন্ধ তবু প্রশিক্ষণে নিচ্ছেন ডলার
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও ডলার সংকটের কারণে সরকারি খরচে কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ রয়েছে। তবে বিদেশি সরকার কিংবা প্রতিষ্ঠানের আমন্ত্রণে ও খরচে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। এক্ষেত্রে এভাবে প্রশিক্ষণে গেলেও কর্মকর্তারা সরকারি ফান্ড থেকে ডলার নিচ্ছেন। তাদের পকেটখরচ বাবদ মোট খরচের ৩০ শতাংশ অর্থ ডলারে পরিশোধ করা হচ্ছে। পকেটখরচের টাকা ২০১৫ সালে অর্থ বিভাগ থেকে জারি পরিপত্রের আলোকে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট পরিস্থিতি বিবেচনায় গত বছর ৯ নভেম্বর পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ করে পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। তবে বিদেশি সরকার, প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের খরচে প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা অর্জনে কোনো বাধা থাকবে না বলে পরিপত্রে উল্লেখ করা হয়। আর সেই সুযোগেই বৈদেশিক প্রশিক্ষণের জন্য যাচ্ছেন কর্মকর্তারা। ১০ মাসে ৪৫০ কর্মকর্তা বৈদেশিক প্রশিক্ষণে গেছেন বলে জানা গেছে। তাদের প্রত্যেককে পকেট মানি হিসাবে ৩০ শতাংশ অর্থ ডলারে পরিশোধ করা হয়েছে। যার পরিমাণ প্রায় ৪২ কোটি টাকা বলে জানা গেছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।