বার্বি ফিল্মটি সব নারীর কথা বলে কি?
মুক্তি পাওয়ার দুই সপ্তাহের মধ্যে বার্বি ফিল্মটি যে দুর্দান্ত বিপণন সাফল্যের নজির সৃষ্টি করেছে, এতে কোনো সন্দেহ নেই। বিপুল সাধারণ দর্শক টানার মধ্য দিয়ে একটি দুই ঘণ্টার এক কোম্পানি বিজ্ঞাপন সিনেমা হয়ে উঠেছে। শুরুর সপ্তাহগুলোতে এটি দেখার জন্য গোলাপি পোশাক শোভিত বিশালসংখ্যক দর্শক ভিড় করেছে। ফিল্মটি প্রযোজনা করেছে ম্যাটেল; কোম্পানিটি নজরকাড়া সব পুতুল তৈরি করে। পুতুল বিক্রির পড়তি ঠেকাতে তাদের একটি বিজ্ঞাপন প্রণোদনার প্রয়োজন ছিল। আর ফিল্মটির পরিচালক গ্রেটা গারউইগকে বার্বির পরিচালক হিসেবে বেছে নেওয়াটাও করপোরেট চাতুরীর নমুনা। কেননা স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে পাত্তা না দেওয়ার জন্য তাঁর খ্যাতি ছিল।