বঙ্গবন্ধু হত্যার তদন্ত কমিশন যে কারণে জরুরি

সমকাল হারুন হাবীব প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ০২:০১

সম্প্রতি আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের চিহ্নিত করতে তদন্ত কমিশন গঠন করার কথা বলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। মনে পড়ে, এ ধরনের ঘোষণা আগেও কয়েকবার দিয়েছিলেন আইনমন্ত্রী। সংসদীয় কমিটিও তদন্ত কমিশন গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল। কয়েক বছরেও সে কমিশন গঠন করা যায়নি। আবারও যখন ঘোষণা এলো তখন প্রশ্ন করার সংগত কারণ থাকে যে, শোকের মাস আগস্ট এলেই বিষয়টি মনে পড়ে? এ ধরনের বিষয়ে গতানুগতিক ঘোষণা না দেওয়াই ভালো।


 অবশ্য, এই দফায়, গত ১ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের নিয়ে সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের পুস্তক প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আনিসুল হক আগের ঘোষণার সঙ্গে কিছু বাড়তি শব্দ যোগ করেছেন। তিনি বলেছেন, কমিশন গঠনে প্রয়োজনীয় আইনের খসড়া তৈরি হয়েছে। খসড়াটি প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে এ-সংক্রান্ত একটি আইন সংসদে উপস্থাপন করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও