ক্ষমতার রাজনীতিতে স্বস্তি কোথায়?
রাজনীতির মাঠ উত্তপ্ত। বর্তমান সরকারের দুঃশাসন বিরোধী সংগ্রাম চলছে। এই সংগ্রাম নানা মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। এই আন্দোলনে আগামী নির্বাচন কেমন হবে, কোন সরকারের অধীনে হবে এই প্রশ্নই সাধারণ মানুষের সামনে প্রধান হয়ে আসছে। সরকারের মেয়াদও শেষ হয়ে আসছে।
গণআন্দোলন, গণসংগ্রাম গড়ে তুলে মেয়াদের আগে সরকারকে পদত্যাগে বাধ্য করা না গেলে ২০২৩ সালের শেষে অথবা ২০২৪ সালের শুরুতে যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা, এর আগে অক্টোবরের নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার কথা শোনা যাচ্ছে। ঘুরে ফিরে এই প্রশ্নই সামনে আসছে যে, বর্তমান আওয়ামী সরকারকে ক্ষমতায় রেখে, বর্তমান জাতীয় সংসদ অর্থাৎ সব সংসদ সদস্যদের পদ বহাল রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে, ঐ নির্বাচনে জনমতের প্রতিফলনের সুযোগ হবে কি?