![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-08%252Fe751b87e-c439-4023-bc35-e771b5ae88aa%252Freel_pic.PNG%3Frect%3D0%252C19%252C528%252C277%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F5a36c819-05a2-4bfb-ac50-57dd67355acb%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
ফেসবুক রিল: ৩ সেকেন্ডেই কি সীমাবদ্ধ হয়ে যাচ্ছে আমাদের সবকিছু
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যতম ট্রেন্ডিং বিষয় রিলস। এই সংক্ষিপ্ত ভিডিওতে একবার আঙুল পড়লে আর থামার নাম নেই, অল্প সময়ে ব্যবহারকারীর মনে আনন্দের উদ্রেক ঘটায় বলে এই রিলের ব্যাপক জনপ্রিয়তা।
ফেসবুকের ভিডিও ফিচার রিলসের ভিডিওগুলোর সময়সীমা হয়ে থাকে ৩ থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত। আপাতদৃষ্টে এতে সময় নষ্ট হয় না মনে হলেও দিন শেষে দেখা যায় ৩ সেকেন্ড করতে করতে দিনের বেশির ভাগ সময় রিলের পেছনেই চলে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমের মারপ্যাঁচে তরুণ প্রজন্মের মধ্যে বইপড়া, মুভি দেখা বা খবরের কাগজে চোখ বোলানো তো অনেক আগেই বন্ধ হয়েছে, কিন্তু এখন রিলের জন্য দেখা দিচ্ছে নতুন এক মানসিক সমস্যা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে
১১ মাস আগে