You have reached your daily news limit

Please log in to continue


উদারনৈতিক রাজনীতির ব্যর্থতায় কোন পথে বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের প্রায় নিরঙ্কুশ বিজয়ের পর প্রশ্ন উঠেছে, এই যে অভাবিত বিজয় ঘটল, তা কি বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থী দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আগাম সংকেত? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেশের বা সমাজের সবচেয়ে অগ্রসর অংশ, তাঁরাই যদি ধর্মভিত্তিক পতাকার নিচে সমবেত হন, তাহলে দেশজুড়ে এর প্রভাব পড়বে, সেটাই তো স্বাভাবিক।

তবে আমরা অনেকেই জানি, ঢাকা বা জাহাঙ্গীরনগরে ছাত্র সংসদ নির্বাচনে শিবির–সমর্থিত প্রতিনিধিদের বিজয় শুধু ধর্মীয় আদর্শ বা নীতিবোধ দ্বারা নির্ধারিত হয়নি। এই ভোট আসলে ‘স্ট্যাটাস কো’ বা স্থিতাবস্থার বিরুদ্ধে।

দীর্ঘদিন ধরে এই দুই বিশ্ববিদ্যালয়ে নিজেদের রাজনৈতিক অভিভাবকদের ছত্রচ্ছায়ায় একবার ছাত্রলীগ, একবার ছাত্রদল ক্ষমতা দখল করে ক্ষমতার অপব্যবহার করেছে। হল দখল থেকে চাঁদাবাজি, এমন কোনো দুষ্কর্ম নেই, যা তারা বছরের পর বছর করেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন