কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রাজনীতির লাগাম কাদের হাতে?

রাজনীতিকশূন্য হয়ে যাচ্ছে কি বাংলাদেশ? জাতীয় সংসদে নিজের পেশা রাজনীতি– এমন সদস্য সংখ্যা মাত্র ৭ শতাংশ। ৬১ দশমিক ৭ শতাংশ ব্যবসায়ী; ৮ শতাংশ শিক্ষক-চিকিৎসক; ১৩ শতাংশ আইনজীবী; অন্যান্য পেশার ৭ শতাংশ। শ্রমিক নেই, কৃষক নেই, যারা বাংলাদেশের প্রকৃত মালিক; যাদের জন্য কথা বলে হরহামেশাই সব রাজনৈতিক দল। কৃষিতে জড়িত এমন প্রতিনিধি মাত্র ৪ শতাংশ। রাজনীতিতে বাড়ছে সামরিক-বেসামরিক আমলাদের প্রাধান্য। ক্রমশ জাতীয় সংসদ থেকে হারিয়ে যাচ্ছেন রাজনীতিবিদ।

২৪ জুলাই দৈনিক সমকাল পত্রিকায় বেশ কিছু জেলার প্রতিনিধি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে ফুটে উঠেছে রাজনীতিবিদদের এমন করুণ দশা। ওই প্রতিবেদনে ফুটে উঠেছে বিভিন্ন জেলার সংসদীয় আসনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের রাজনীতিবিদ হয়ে ওঠার চিত্র। তাতে দেখা যায়, সরকারি কর্মকর্তাদের একাংশ অবসর গ্রহণের পরপরই পেশা পরিবর্তন করে রাজনীতিবিদদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। সম্প্রতি একটি মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ সচিবকে সরকার বাধ্যতামূলক অবসর দিয়েছে। ওই সচিব তাঁর নির্বাচনী এলাকায় সচিব থাকা অবস্থাতেই ক্ষমতাসীন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েছিলেন। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী চাকরিতে বহাল থাকা অবস্থায় রাজনীতিতে যুক্ত থাকতে পারেন না। চিত্র এখন পাল্টেছে। সচিব পদমর্যাদার কর্মকর্তারা নানাভাবে ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্বের আস্থাভাজন হয়ে চাকরিতে থাকাকালেই রাজনীতি করার সিদ্ধান্ত নিয়ে নেন। অবসর গ্রহণ করেই রাজনীতির মাঠে তারা প্রবেশ করেন। এই সংখ্যা এমনভাবে বৃদ্ধি পাচ্ছে, যা বেশ কয়েক দশক ধরে রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন