কথাগুলো সব ভুতুড়ে!
কার বা কাদের কথা বলছি ভুতুড়ে? ব্যক্তি আর রাজনৈতিক দল ভিন্ন হলেও বক্তব্য কিন্তু একটিই। তাহলো- বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল বেশ কয়েক দিন ধরে জনদুর্ভোগ সৃষ্টির জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে যাচ্ছে। এই কর্মসূচিতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু যখনই তারা কর্মসূচির নামে জনগণের দুর্ভোগ করবে, জানমালের ক্ষতি করবে, আহত করবে, হত্যার চেষ্টা করবে, গাড়ি ভাঙচুর করবে-সেটি পুলিশ ও নিরাপত্তা বাহিনী প্রতিহত করবে।
শনিবার (২৯ জুলাই) বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কথাগুলোর মানে যদি করি তাহলেই বেরিয়ে আসবে তার রাজনৈতিক চেতনার রূপ। তিনি বিএনপির রাজনৈতিক কর্মসূচিকে বলছেন ‘জনদুর্ভোগ সৃষ্টি’। ওই কর্মসূচিতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু যখনই তারা কর্মসূচির নামে জনগণের দুর্ভোগ করবে, জানমালের ক্ষতি করবে, আহত করবে, হত্যার চেষ্টা করবে, গাড়ি ভাঙচুর করবে- সেটি পুলিশ ও নিরাপত্তা বাহিনী প্রতিহত করবে।