https://youtu.be/MnzugTam2CY
থ্রেডস এবং টুইটারের মিল-অমিল
চ্যানেল আই
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ১৯:১৮
সম্প্রতি ‘থ্রেডস’ নামক একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা।
এবছর অর্থাৎ ২০২৩ সালের ৬ জুলাই লঞ্চ হয়েছে অ্যাপটি। বলা হচ্ছে টেক্সট ভিত্তিক জনপ্রিয় অ্যাপ টুইটারের সাথে প্রতিযোগিতায় নামতেই অ্যাপটি বাজারে নিয়ে এসেছে মেটা। আর এই প্রতিযোগিতার জের ধরেই বিভিন্ন সময় একে অপরের প্রতি অম্ল মধুর বাক্য ছুঁড়ে দিচ্ছেন টুইটার প্রধান ইলন মাস্ক এবং মেটা প্রধান মার্ক জুকারবার্গ।
এমনকি নকলের অভিযোগ এনে সম্প্রতি মেটার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে টুইটার। মেটা তাদের ওয়েবসাইটে অ্যাপটির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত জানিয়েছে। দেখে নেয়া যাক কী আছে তুমুল জনপ্রিয়তার পাশাপাশি নানা আলোচনা এবং সমালোচনার জন্ম দেয়া নতুন এই থ্রেডস অ্যাপে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন অ্যাপ
- থ্রেডস
- টুইটার