শিশু অতিরিক্ত চঞ্চল? খেয়াল রাখুন কয়েকটি বিষয়

সমকাল প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ১৭:০২

শিশুদের আদর মাখা কথা, ছোট ছোট দুষ্টুমি উপভোগ করেন বাড়ির বড়রাও। চঞ্চলতা শিশুর মানসিক বিকাশেও সাহায্য করে অনেকাংশে। কিন্তু কিছু বাচ্চা অতিরিক্ত চঞ্চল প্রকৃতির। কখনও পড়ে গিয়ে দাঁত ভাঙে, না হয় ইলেকট্রিক তারে লাগায়, তা না হলে ঘরের জিনিসপত্র নষ্ট করে। এমন শিশুদের দিকে বাবা-মায়ের আলাদা দৃষ্টি রাখা জরুরি। তা না হলে যেকোন মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা।


কোন কোন বিষয় খেয়াল রাখবেন-


১. সে সব বাবা–মায়েরা বাচ্চাদের পার্কে নিয়ে যান খেলাধুলা করার জন্য মানকি বার থেকে সাবধান। উঁচুতে ঝুলতে ঝুলতে যে কোনও সময় বিপদ হতে পারে। পার্কের অন্য বাচ্চারা নিছক দুষ্টুমি করে আপনার সন্তানকে ঠেলে ফেলে দিতে পারে। তাই সচেতন থাকুন।


২. বাড়িতে থাকলে বাবা মা তার সন্তানদের রান্নাঘর থেকে দূরে থাকার পরামর্শ দেন প্রতিনিয়তই। তবু তারা কৌতুহলের বশে রান্নাঘরের বিভিন্ন গ্যাজেটে হাত দেওয়ার চেষ্টা করে। ছুরি, মিক্সার গ্রাইন্ডার, ওভেন এসব শিশুদের নাগালের বাইরে রাখুন।


৩. বাইকে করে সন্তানদের নিয়ে ভ্রমণের সময় নিজে যেমন হেলমেট ব্যবহার করবেন, শিশুদের পড়াতেও ভুলবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও