
গরমে ঈদের দিনের সাজ যেমন হবে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ১১:৫০
আবহাওয়া জানান দিচ্ছে ঈদের দিন বেশ গরম থাকতে পারে। বিশেষ এই দিনে সকাল থেকে সাজগোজ, বন্ধুদের বাসায় ঘোরাঘুরি, কিংবা বাসায় অতিথি আপ্যায়নেই কেটে যায়। তবে গরমে মেকআপ ঠিক রাখা একটু কঠিন বটে। গরমে বাসায় থাকুন কিংবা বাইরে সাজ রাখুন হালকা।
পোশাকের সঙ্গে মানানসই হালকা মেকআপ করুন। এতে আপনাকে দেখতে যেমন স্নিগ্ধ লাগবে, সেই সঙ্গে ছবিও ভালো আসবে। চলুন ঈদের দিনের সাজ কেমন হতে পারে সেটা জেনে নেওয়া যাক।
- ট্যাগ:
- লাইফ
- ঈদের পোশাক
- ঈদের সাজ