এমন বৃক্ষপ্রেমিক কোথা পাই

প্রথম আলো লিয়াকত হোসেন খোকন প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ০৬:০২

শ্রাবণ মাসেও বৃষ্টির অভাব প্রকট। বৃষ্টি নেই বলেই কি বিভিন্ন ফলের গাছ রোপণ করার সুযোগ নেই! প্রতি বছর হাট–বাজারে আম, জাম, জামরুল, আতা, কাঁঠাল, নারকেল, কামরাঙ্গা, আঁশফল, পেয়ারা প্রভৃতি ফলের গাছের চারা বিক্রি করতে আসত বিক্রেতারা। কিন্তু এবার তাদের দেখা নেই। ফুল, ফলের চারা ক্রয়ের ক্রেতা নেই। বিক্রিতে দেশের বিভিন্ন স্থানের নার্সারিগুলির মাথায় হাত।


বন বিভাগের উদ্যোগে গাছপালার চারা রোপণ করা হয়। অবহেলা-অযত্নে অনেক গাছের চারা মরে যায়। পানির অভাবে অথবা বেড়া না দেওয়ায় গরু–ছাগলের আহার হয় গাছগুলো। তাছাড়া গাছের চারাগুলো লম্বা নয়, বেঁটে। বেড়ে উঠতে সময় লাগে। 


একটা সময়ে বৃক্ষরোপণে দেশে ব্যাপক সাড়া পড়ে গিয়েছিল। আজ যেন তেমনটি নেই। মনে হয় যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আগের মতো উৎসাহ নেই। সাধারণ মানুষের মধ্যেও সেই আগ্রহ নেই। 


বরং বৃক্ষ নিধনে অনেকে অভিযুক্ত হচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও