You have reached your daily news limit

Please log in to continue


উত্তরায় র‌্যাবের মহড়া

রাজধানীর উত্তরায় মহড়া দিয়েছে র‌্যাব। শনিবার দুপুর আড়াইটার দিকে উত্তরার জসীমউদ্দিন অ্যাভিনিউ থেকে আব্দুল্লাহপুরের পলওয়েল মার্কেটের বিভিন্ন সড়কে মহড়া দেয় র‌্যাব। এ সময় র‍্যাব-১ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মোসতাক আহমেদ উপস্থিত ছিলেন। 

লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মোসতাক আহমেদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে, সেজন্য মহড়া দিয়ে র‌্যাব। উত্তরা ও আবদুল্লাহপুরের বিভিন্ন সড়কে মহড়া দেওয়া হয়েছে। আজ সকালে রাজলক্ষ্মী ও জসিমউদ্দীন এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, সকাল ১০টার দিকে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। সকাল সাড়ে ১১টার পর দুই দলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন