উত্তরায় র্যাবের মহড়া
রাজধানীর উত্তরায় মহড়া দিয়েছে র্যাব। শনিবার দুপুর আড়াইটার দিকে উত্তরার জসীমউদ্দিন অ্যাভিনিউ থেকে আব্দুল্লাহপুরের পলওয়েল মার্কেটের বিভিন্ন সড়কে মহড়া দেয় র্যাব। এ সময় র্যাব-১ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মোসতাক আহমেদ উপস্থিত ছিলেন।
লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মোসতাক আহমেদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে, সেজন্য মহড়া দিয়ে র্যাব। উত্তরা ও আবদুল্লাহপুরের বিভিন্ন সড়কে মহড়া দেওয়া হয়েছে। আজ সকালে রাজলক্ষ্মী ও জসিমউদ্দীন এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, সকাল ১০টার দিকে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। সকাল সাড়ে ১১টার পর দুই দলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
বিডি নিউজ ২৪
| ঢাকা মেট্রোপলিটন
১০ মাস আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে