ইউক্রেনের নিপ্রোতে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর নিপ্রোতে দুটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় সময় গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে এই হামলা চালানো হয়। ঘটনাস্থলে থাকা বিবিসির একটি প্রতিনিধিদল জানিয়েছে, হামলায় একটি বড় আবাসিক ভবনের ওপরের তলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির নিরাপত্তা বাহিনীর (এসবিইউ) একটি ভবনেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এ হামলার জন্য ‘রুশ ক্ষেপণাস্ত্র–সন্ত্রাস’-কে দায়ী করেছেন তিনি।
টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধোঁয়া উড়ছে, সড়কে আগুন জ্বলছে।