শান্ত ফরিদপুরে প্রান্তরা খুন হচ্ছে কেন?

সমকাল শেখ রোকন প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩, ০১:০১

প্রান্ত যাচ্ছিল বন্ধুর বোনের জন্য রক্ত দিতে। সেই হাসপাতালে যাওয়ার রাস্তাতেই মিলল তার রক্তাক্ত লাশ। ওরা জানল না, ওরা কাকে হত্যা করল? এমন টগবগে তাজা প্রাণ, এমন পরোপকারী, সজ্জন তরুণকে হত্যা করা মানে একটা সম্ভাবনাকে অঙ্কুরেই বিনাশ করা।


ফরিদপুর শহরে যতবার গেছি, সবকিছুর আগে মনোযোগ কেড়েছে এর ছিমছাম, নিরিবিলি পরিবেশ। শহরটিকে মালার মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখা কুমার নদও যেন দেশের আর দশটা নদনদীর চেয়ে শান্ত। সেই নিরিবিলি শহরের শান্ত স্রোতধারীর আলীপুর সেতুতেই কলেজছাত্র প্রান্ত মিত্রের লাশ পড়ে ছিল সোমবার দিবাগত রাত শেষে। সরকারি রাজেন্দ্র কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের এই শিক্ষার্থীর কী ‘অপরাধ’ ছিল? নিছক সামাজিক অবক্ষয়, নাকি রাজনৈতিক বিরোধের বলি হলো এই টগবগে তরুণ?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও