কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমলা নয় প্রয়োজন প্রকৃত গবেষকের

দেশ রূপান্তর মাছুম বিল্লাহ প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩, ১৭:৩২

আমরা যখন মাস্টার্সে পড়ি, আমাদের ঠিক আগের ব্যাচের বড় ভাই প্রথম শ্রেণি পাওয়া মনিরুস সালেহীন টিপু আমাদের শিক্ষক হলেন। আমরা জানি, আশির দশকে পাবলিক বিশ^বিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণি পাওয়া মোটামুটি একটি রেয়ার বিষয় ছিল। একই হলে কাছাকাছি রুমে থাকতাম। গল্প আড্ডা বড় ভাইয়ের মতোই হতো। হঠাৎ স্যার হিসেবে ক্লাসে এলেন, কী বলে সম্বোধন করব? ভাই না স্যার? ক্লাসে স্যারই বলতাম। ক্লাসের বাইরে ‘ভাই’। একদিন শুনলাম, টিপু ভাই ডিপার্টমেন্টে আর নেই, সিভিল সার্ভিসে চলে গেছেন।


প্রশাসন পরিচালনার জন্য তাদের মতো মেধাবী শিক্ষার্থীর প্রয়োজন। অনেক সিএসপি অফিসার এ রকম বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে সরকারি চাকরিতে ঢুকে বড় আমলা হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে থেকে সরকারি ছাত্র সংগঠনের চোখ রাঙানো দেখা আর ডাইনিং হলে ডালের পানি খাওয়ার জন্য শিক্ষার্থীদের তোপের মুখে পড়া; এগুলো সামলিয়ে ক’জনের পড়াশুনা করার ধৈর্য থাকে? আমরা তো মেধাবীদের ধরে রাখার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সেভাবে উপযোগী করতে পারিনি। সেটি তো তাদের একার দোষ নয়, জাতীয় সমস্যা। পাকিস্তান আমলে এটি হতো, কিন্তু স্বাধীনতার পরেও কেন হবে? এখন প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে কারা পড়াবেন? আর এসব তুখোড় শিক্ষার্থীদেরও কিন্তু সেই তথাকথিত সাধারণ জ্ঞান পরীক্ষায় কোয়ালিফাই দেখিয়ে সিভিল সার্ভিসে ঢুকতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পঠিত বিষয় দেখে সিভিল সার্ভিসে নেওয়া হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও