‘কতদিন ভেজা বিছানায় ঘুমিয়েছি, তার হিসাব নেই’

বাংলা ট্রিবিউন নীলফামারী প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩, ০৮:০০

রোদ, ঝড়-বৃষ্টিতে কি কষ্ট আমাদের গেছে, তা বলা সম্ভব নয়। আকাশে মেঘ চমকালেই যেন বুকের পাঁজর মোচর দিয়ে উঠতো। বৃষ্টি নামলে অনেকে গরু-ছাগল নিয়ে দৌড়ায়, কেউবা ধান-খড় উঠায়। আর আমাদের কাঁথা-বালিশ, চুলা-খড়ি টানা হ্যাচড়া করে নিরাপদে রাখতে হতো। কতদিন ভেজা বিছানায় রাত কেটেছে, তার হিসাব জানা নাই। এটাই ছিল আমাদের জীবন। পৃথিবীতে জন্ম নিয়ে যেন পাপ করে ছিলাম। আর সেই পাপ প্রধানমন্ত্রি শেখ হাসিনার উসিলায় মোচন হয়েছে আশ্রয়ণে একটি স্থায়ী ঠিকানা পেয়ে।


কষ্টের কথাগুলো বলেছিলেন নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাতাইবাড়ী ডাঙ্গার আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগি নুর ইসলাম-রশিদা দম্পত্তি (২৮)।


নুর ইসলামের বাড়ি ছিল পাশ্ববর্তী উপজেলার কাঁঠালী ইউনিয়নের দেশীবাই গ্রামে। গত বছর আশ্রয়ণ প্রকল্পের ঘরের জন্য একটি আবেদন করেন। সে সময় কয়েক দফা যাচাই-বাছাইয়ে চুড়ান্ত তালিকায় নাম উঠে নুর ইসলামের। তারপর তারা স্বপ্নের ঠিকানা পান। তাদের ঘরে দুই সন্তান আছে। এরমধ্যে নুর জান্নাত (৫) ও নাইম ইসলাম (১)।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও