কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাভারে অবৈধ গ্যাস সংযোগ: দিনে পড়ে কাটা, আবার রাতেই জ্বলে চুলা

বিডি নিউজ ২৪ সাভার প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩, ০৯:১০

ঢাকার সাভারের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগে কাজ করছে ঠিকাদার পরিচয়ের আড়ালে একটি চক্র।


অনুসন্ধানে দেখা গেছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও তিতাস গ্যাসের কিছু অসাধু কর্মকর্তাও এর সঙ্গে জড়িত।


সম্প্রতি সাভারের হেমায়েতপুর, আশুলিয়ার বাংলাবাজারের ইটাখোলা, নিউ মার্কেট, গোরাট ধনাইদ এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনের বেলায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দিলেও রাতের বেলায় টাকার বিনিময়ে আবার গ্যাস চলে আসে সেই চুলায়।


এরপর তিতাস গ্যাস কর্তৃপক্ষ আবার অভিযান চালিয়ে গ্যাসের রাইজার খুলে নিয়ে গেলে সেই চক্র সেখানে নিম্নমানের রাইজার লাগিয়ে মালিকদের কাছ থেকে টাকা ওঠায়। এ ধরনের অভিযোগে ঠিকাদারকে কালো তালিকাভুক্তও করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


অনেকে আবার আবাসিক হিসেবে গ্যাসের সংযোগ নিয়ে বাণিজ্যিকভাবে গ্যাসের ব্যবহার করছেন এমন অভিযোগও উঠে এসেছে। কোনো কোনো ভবনে হয়ত আটটি আবাসিক চুলার অনুমোদন রয়েছে; কিন্তু সেখানে ২৩টি চুলাও জ্বলতে দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও