মন্ত্রীর নাম ভাঙিয়ে তিতাস দিল গ্যাস–সংযোগ, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের
গাজীপুরে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান গড়ার জন্য সিলভার নিট কম্পোজিট টেক্সটাইল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান গ্যাস–সংযোগের জন্য আবেদন করে। প্রতিষ্ঠানটির আবেদনপত্রের ওপরের দিকের কোনায় তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশীদ মোল্লাহ মন্তব্য করেন, ‘মন্ত্রী মহোদয়ের অফিস হতে প্রেরিত, আলাপ করবেন।’
২০২১ সালের নভেম্বরে করা আবেদনপত্রে তিতাসের এমডি মন্তব্য করেন এক বছর পর গত নভেম্বরে। তিতাসের এমডি আবেদনপত্রটি পাঠিয়েছিলেন উপব্যবস্থাপনা পরিচালকের (গাজীপুর) বরাবর। প্রতিষ্ঠানটি পরে গ্যাস–সংযোগ পেয়েছে।
এ ঘটনা (মন্ত্রীর নাম উল্লেখ করে গ্যাস–সংযোগের সুপারিশ) জানিয়ে গত ২৪ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব বরাবর একটি অভিযোগ দায়ের করেন জনৈক আবদুল লতিফ। তিনি তিতাসের এমডির বিরুদ্ধে আরও কিছু অভিযোগ করেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রতিমন্ত্রী হলেন নসরুল হামিদ।