কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্পেনের নির্বাচনে বেশি ভোট ও আসন পেল বিরোধীদল

চ্যানেল আই স্পেন প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩, ১১:৩৪

স্পেনের পার্লামেন্ট নির্বাচনে বেশি ভোট ও আসন পেল বিরোধীদল রক্ষণশীল পপুলার পার্টি। ৩৫০ সদস্যের নিম্নকক্ষে অ্যালবার্টো ন্যুনেজ ফেইজু’র ডানপন্থী পপুলার পার্টি-পিপি পেয়েছে ১৩৬টি আসন আর প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজের সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি- পি এস ও ই পেয়েছে ১২২টি আসন। তবে, সংখ্যাগরিষ্ঠতার জন্য আসন প্রয়োজন ১৭৬টি।


রোববার (২৩ জুলাই) স্থানীয় সময় রাত পৌনে ১২টায় ভোট গণনা শেষে হয়।


গণনা শেষে দেখা যায়, পিপি ভোট পেয়েছে ৩৩ দশমিক এক শতাংশ। প্রধানমন্ত্রী পেদ্রোর পি এস ও ই পেয়েছে ৩১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছে। এ অবস্থায় যারা ক্ষমতায় আসবে, তাদের জোট করতে হবে ছোট দলের সাথে। তবে, প্রধানমন্ত্রী স্যাঞ্চেজ এবং পিপি-র নেতা দুজনেই জয় দাবি করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও