রেলে ডাবল ডেকার কোচ সংযুক্ত করার সুপারিশ

বণিক বার্তা প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ২০:০২

রেলে ডাবল ডেকার কোচ সংযুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। যাত্রী বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে রোববার (২৩ জুলাই) জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।  কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক হয়।


বৈঠক শেষে বিষয়টি নিয়ে  কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশসহ অনেক দেশে এখন ডাবল ডেকার কোচ রয়েছে। মাস্টারপ্ল্যানে না থাকলেও আমরা মাস্টারপ্ল্যানে এটি যুক্ত করে ডাবল ডেকার সংযুক্ত করার জন্য সুপারিশ করেছি। রেলের যাত্রী বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে এই সুপারিশ করা হয়েছে।


রেলওয়ের বর্তমানে ৩০ বছর মেয়াদী মহাপরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে। ২০১৬ সালের ১ জুলাই থেকে ২০৪৫ সালের ৩০ জুন সময়কালে ৬টি পর্যায়ে ২৩০টি প্রকল্প চলমান রয়েছে। যার ব্যয়ের পরিকল্পনা হয়েছে ৫ লাখ ৫৩ হাজার ৬৬২ কোটি টাকা। সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে সংগতি রেখে রেলওয়ের মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও