মূল হামলাকারী মানিক ও আলামিন পুলিশের জালে
হিরো আলমের ওপর হামলার সময় যে দু’জন বেশি আগ্রাসী ছিলেন তাদের একজন মানিক গাজী, অন্যজন আলামিন। পুলিশের গুলশান বিভাগ গতকাল বুধবার ঢাকায় অভিযান চালিয়ে তাদের দু’জনকে আটক করে। সে সময় তারা হামলার দিনের পোশাকে ছিলেন। ঘটনার ব্যাপারে তাদের বিশদ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ আটকের আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বিষয়টি নিশ্চিত হয়েছে সমকাল।
এদিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে মারধরের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন ডিএমপি কমিশনারের কাছে জমা দিয়েছে পুলিশ। কীভাবে ঘটনার সূত্রপাত, কারা দায়ী প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে। তবে প্রতিবেদনে কী উঠে এসেছে তার বিস্তারিত জানা যায়নি। গত সোমবার ভোট গ্রহণের একেবারে শেষ পর্যায়ে কারও ইন্ধনে এ ঘটনা ঘটছে কিনা– পুলিশসহ একাধিক গোয়েন্দা সংস্থা তা খুঁজছে। অতি উৎসাহী নেতাকর্মীরা, নাকি তাদের কেউ পরিকল্পিতভাবে ব্যবহার করেছে– এ ব্যাপারটিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে আলমের ওপর হামলার ঘটনায় গতকাল ঢাকার ১৩ দূতাবাস ও হাইকমিশন যৌথ বিবৃতি দিয়েছে। এতে তারা এ ঘটনার তীব্র নিন্দা জানায়।