কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে পানির লাইন কেটে দেওয়া উচিত: স্থানীয় সরকারমন্ত্রী

www.ajkerpatrika.com প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ১১:৪৯

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সতর্ক করার পরও যেসব বাসাবাড়ি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে, তাদের পানির লাইনসহ সব ধরনের ইউলিটির লাইন কেটে দেওয়ার মতো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।


আজ বুধবার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে আন্তমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন।


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।


সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা বাড়ার পরিপ্রেক্ষিতে জরুরি এই আন্তমন্ত্রণালয় সভার আয়োজন করা হয়। এতে সিটি করপোরেশন কর্তৃক মশক নিধনে বিগত সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ, আক্রান্ত ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


স্থানীয় সরকারমন্ত্রী এ সময় আরও বলেন, ডেঙ্গুর লার্ভা পাওয়ার পরও যেসব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বাসাবাড়ির লোকজন সচেতন হননি, সরেজমিনে গিয়ে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে মেয়রদের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও