![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2023/Jul/1689768714_makeup.jpg)
৫ বিষয়: মাথায় রাখলে ঘাম, বৃষ্টির জল কিছুতেই মেকআপ ঘাঁটবে না
ভ্যাপসা গরম এবং বর্ষার যুগলবন্দিতে কিন্তু অনুষ্ঠানের খামতি নেই। বিয়ে, বিবাহবার্ষিকী, ইলিশ উৎসব তো রয়েছেই, তার উপরে শহরে বিভিন্ন জায়গায় চলছে গানের জলসাও। যেখানেই যান না কেন, টুকটাক মেকআপ করতেই হয়। কিন্তু এমন আবহাওয়ায় অতিরিক্ত ঘাম, মুখের তেলে মেকআপ ধুয়ে, গলে একাকার হয়ে যায় কিছু ক্ষণের মধ্যেই।
অনেকে আবার মেকআপ করার আগে মুখে বরফ ঘষে নেন যাতে ঘাম কম হয়। কিন্তু তাতেও যে সকলে আশানুরূপ ফল পান, তা কিন্তু নয়। বাড়ি থেকে মেকআপ করার পর গন্তব্যে পৌঁছনোর আগেই যদি কাজল গলে চোখে কালশিটে পড়ে যায়, কপালে বিন্দু বিন্দু ঘামের সঙ্গে ফাউন্ডেশন গুলে যায়, তা হলে দেখতে তো মোটেই ভাল লাগে না। রূপচর্চা বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালেও কিন্তু নায়িকাদের মতো মেকআপ করা যায়। তবে তার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। আরও পড়ুন: ৫ টোটকা: বর্ষায় বিয়ের আগে ত্বকের যত্ন নিতে অবশ্যই মাথায় রাখতে হবে তোয়ালে দিয়ে মুখ মুছলে ক্ষতি হয় ত্বকের, তবে করণীয় কী?